চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে মাতৃসদন ও জেনারেল হাসপাতালের উদ্ভোধন

প্রকাশ: ২০১৯-১১-১২ ০০:০১:০১ || আপডেট: ২০১৯-১১-১২ ০০:০১:০৯


বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ বিএ সিটি সেন্টারে মাতৃসদন ও জেনারেল হাসপাতালের উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ওসমান গণি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মোঃ কামাল উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ, কসমোপলিটন হাসপাতালের পরিচালক ডা. আবু তৈয়্যব রাসেল, ডা. শাকিবুল ইসলাম, ডা. সুজন, সরকারী আলাওল কলেজের অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক কায়ছার আলম তালুকদার, এড. জালাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জাফর আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আজিজ, আব্দুল বারেক, হাসপাতালের পরিচালক সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, মাওলানা এহসান উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আল হাসান ও কেয়ার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল একটি মহতী সেবামূলক প্রতিষ্ঠান। মান সম্মত চিকিৎসার মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার আহবানও জানান বক্তারা। আলোচনা সভা শেষে হাসপাতালের কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *