চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় জেএসসি পরীক্ষায় অনৈতিক কাজের অভিযোগে দুই কর্মকর্তা বহিষ্কার

প্রকাশ: ২০১৯-১১-১৩ ২২:১০:৪৪ || আপডেট: ২০১৯-১১-১৩ ২২:১০:৫৪

আব্বাস হোসাইন আফতাব :
রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনৈতিক কাজের অভিযোগে কেন্দ্রে নিয়োজিত দুই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন মো. ইকরাম খাঁন ও মো. তারেক হোসেন। একই বিদ্যালয়ে শিক্ষকতা করেন তাঁরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান তাঁদের বহিষ্কার করেন। বুধবার (১৩ নভেম্বর) জেএসসি”র বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” সকাল ১১ টার দিকে কেন্দ্রের একটি কক্ষে এক শিক্ষক বিজ্ঞান বিষয়ের গাইড দেখে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র তৈরি করছিলেন। অন্যজন সহায়তা করছিলেন। তাঁদের একজনের কাছে মুঠোফোন পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রে নিয়মিত পরিদর্শনে গেলে হাতেনাতে তাঁদের এই অনৈতিক কাজের প্রমাণ পাওয়া যায়। দুই শিক্ষককে আজীবন পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। তাঁরা দুইজনেই ওই কেন্দ্রের নিয়োজিত কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *