চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি হচ্ছে একটা ব্রত : রাঙ্গুনিয়ায় হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৯-১১-১৩ ১৯:৫৫:৫৪ || আপডেট: ২০১৯-১১-১৩ ১৯:৫৬:০২

রাঙ্গুনিয়া, প্রতিনিধি :

চট্টগ্রাম তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনসেবা করার জন্য। রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি হচ্ছে একটা ব্রত। দেশে এখন কোনো কুঁড়ে ঘর নেই, মাটির রাস্তা নেই, মানুষের খাওয়া পরার অভাব নেই। এত উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। কিন্তু উন্নয়নই সব কথা নয়। মানুষের সমর্থন পেতে হলে আওয়ামী লীগের নেতাদের বিনয়ী হতে হবে। সততাকে লালন করতে হবে।

প্রয়াত আওয়ামী লীগ নেতা যাদের আমরা স্মরণ করি তারা এরকম সৎ ও বিনয়ী ছিলেন বলে তাদের আমরা স্মরণ করি। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহেরসহ স্থানীয় আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। শিলক ইউনিয়ন আ.লীগের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভায় সভাপতিত্ব করেন শিলক ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর নবী।

ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের উপদেষ্ঠা সাদেকুন নূর সিকদার, সাংষ্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ, সদস্য নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, পৌরসভা আ.লীগ সভাপতি আসলাম খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, প্রয়াত আবু তাহেরের বড় সন্তান মো. শাকিল প্রমুখ।

হাছান মাহমুদ আরো বলেন, আওয়ামীলীগের নেতা হলে জন মানুষের কথা, তাদের সমস্যা বুঝতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কথা বুঝতেন বলেই তিনি জাতির পিতা। বাংলাদেশ স্বাধীন করেছেন। একই কারণে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একুশ বছর পর ৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসীন হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *