চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১১-১৫ ১৬:৫৬:০০ || আপডেট: ২০১৯-১১-১৫ ২২:৪১:৪১

বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে আল্লামা নুর মোহাম্মমদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর শুক্রবার বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাহারছড়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা নুর মোহাম্মদ লোকমান। সংগঠনের চেয়ারম্যান মাওলানা ওসমান গণির সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডা. রেজাউল করিমের নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পে বাঁশখালীর উপকূলীয় এলাকার প্রায় ৫ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা. আবদুর রহিম, ডা. ছগির চৌধুরী, ডা. ইসতিয়াক আলী রুবেল, ডা. সালাহ উদ্দিন, ডা. জিয়াউল কাদের, ডা. আইরিন সোলতানা, ডা. নাদিয়া সোলতানা, ডা. মোছাদ্দেকা হোসাইন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক আবদুল মতলব কালু, সাংবাদিক সৈকত আচার্য্য, সংগঠনের মহাসচিব মাওলানা ফেরদৌস হালিম, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা জকি, মাওলানা নুরুল আমিন, হাফেজ মোরশেদ।
উল্লেখ্য, আল্ললামা নুর মোহাম্মদ ফাউন্ডেশনের সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে। এরমধ্যে গরীবদের শীত বস্ত্র বিতরণ, মাহে রমজানে ইফতারি বিতরণ, ফ্রি খতনা ক্যাম্পসহ চিকিৎসা ক্যাম্প উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *