চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশ: ২০১৯-১১-১৭ ১৯:১৯:১৯ || আপডেট: ২০১৯-১১-১৭ ১৯:১৯:৩৭

খাগড়াছড়ি,প্রতিনিধি :

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নিজাম উদ্দিন (৩১) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রবিবার ১৭ নভেম্বর সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান রায় ঘোষনা করেন। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আসামী আদালতে উপস্থিত ছিল। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।

২০১৮ সালের ৪ অক্টোবর গভীর রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তার (২৪) কে শ্বাসরোধ করে হত্যা করে নিজাম উদ্দিন। ওই দিন শিরিনের বাবা বাদী হয়ে নিজাজকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৫ মার্চ নিজামকে আসামী করে পুলিশ চার্জশীট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় প্রদান করেন। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিনের বাবা তাজুল ইসলাম।

তবে এটিকে একপেশে রায় দাবী করে আপিল করার কথা জানিয়েছেন আসামী নিজাম উদ্দিন ও তার পক্ষের আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *