চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় আনজুমান-এ ছওয়াদে আযমের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১১-১৮ ২২:৩৪:২৯ || আপডেট: ২০১৯-১১-১৮ ২২:৩৫:১২

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার আনজুমান-এ ছওয়াদে আযমের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উপজেলার হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, গাইনী সহ শিশুরোগ, বিভিন্ন জঠিল ও সাধারণ রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ক্যাম্পে চিকিৎসা দেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মোরশেদ, ডা. হুমায়ুন কবির চৌধুরী, ডা. মুহাম্মাদ ইসমাঈল হোসেন, ডা. শুভ চক্রবর্তী, ডা. নারজিনা আলম, ডা. আনিকা তাবাসসুম। এদিন ক্যাম্পে দুই শতাধিক চক্ষু রোগী, দেড় শতাধিক শিশুরোগী, দুই শতাধিক গাইনী রোগী সহ বিভিন্ন রোগের প্রায় ৬ শতাধিক রোগী সেবা গ্রহণ করেছেন।

এছাড়া সংগঠনটি চার দশক পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে এলাকার পিইসি, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের এবং অনার্স, মাস্টার্স ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি এমরুল করিম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক পোমরা ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু, সংগঠনের উপদেষ্ঠা সাইফুল ইসলাম চৌধুরী, শাহজাহান কবির চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, রেজাউল করিম, মাহবুবুল আলম, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক শিক্ষক মুসলেম উদ্দিন, সংগঠনের সহ সভাপতি এরশাদুল হক, অর্থ সম্পাদক আসিফুল করিম চৌধুরী সাব্বু, ইয়াছিন আরফাত চৌধুরী মুন্না, আসিফুর রহমান প্রমুখ।

এছাড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রাতব্যাপী বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বরণ্য ওলামাবৃন্দ ধর্মীয় আলোচনা করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *