চট্টগ্রাম, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে গোপন অস্ত্রের কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার- আহত ওসি

প্রকাশ: ২০১৯-১১-২০ ২১:৩৮:১৮ || আপডেট: ২০১৯-১১-২০ ২১:৩৮:২৬

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে গোপন অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌর ৯নং ওয়ার্ডের পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া শামসু টিলা এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর (৪০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ কেপায়েত উল্লাহ আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০টি শর্টগান সদৃশ বন্দুক, ০১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, একনলা বন্দুকের ৩টি অংশ, ২৭ টি কাঠের বাট , ১টি ছোট লেদ মেশিন, ১টি তেলের পাম্প বক্স, ০১টি লৌহা কাটার বড় কাঁচি, ১টি চিমটি, ১টি লোহার ছোট কাঁচি, ০১টি পাইপের প্যাচ কাটার মেশিন, ১টি প্লাস্টিকের তেলের বোতল, ০২টি হ্যান্ড ড্রিল মেশিন, ৩টি ড্রিল করার কাঠি, কিছু কয়লা ও ১টি কয়লায় আগুন ধরানোর মেশিন, ১টি ছোরা,১টি দা’সহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, গ্রেফতারকৃত আলমগীর (৪০) এর নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি কেপায়েত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *