চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

admin

এমপি জাফর আলম চকরিয়া কোরক বিদ্যাপীঠের সভাপতি নির্বাচিত

প্রকাশ: ২০১৯-১১-২৫ ২৩:৫৭:১৫ || আপডেট: ২০১৯-১১-২৫ ২৩:৫৭:২৩

আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া প্রতিনিধি :
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটিতে ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

২৫ নভেম্বর বিকাল তিনটায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের অফিস কক্ষে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের পূর্বে নির্ধারিত প্রথম জরুরী সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ¦ জাফর আলম এমপিকে পুনরায় ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদ উল্লাহ মিয়া।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য-সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল আবচার, দাতা সদস্য আলহাজ্ব আলাউদ্দীন আল আযাজ (সাবেক চেয়ারম্যান), মাধ্যমিক শাখার অভিভাবক প্রতিনিধি ঠিকাদার মুজিবুর রহমান, অভিভাবক প্রতিনিধি ঠিকাদার আব্দুল হাকিম, প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, অভিভাবক প্রতিনিধি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: আবু মুছা, মহিলা অভিভাবক প্রতিনিধি ইসমত আরা বুলু, মাধ্যমিক শাখার শিক্ষক প্রতিনিধি জাইদুল হক, প্রাথমিক শাখার শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া এবং উভয় বিভাগ থেকে নির্বাচিত সংরক্ষিত আসনের নারী শিক্ষক প্রতিনিধি শ্রীমতি রূপালী রানী দে।

প্রসঙ্গত: চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সম্পন্ন হয়। শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ম্যানেজিং কমিটির সর্বমোট সদস্য হবেন ১৩ জন। বর্তমানে নব নির্বাচিত সভাপতিসহ সদস্য সংখ্যা ১২ জন। আরো একজন শিক্ষানুরাগী নির্বাচিত করবেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *