চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ইট ভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান :৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০১৯-১২-০৩ ২২:৫১:৪৬ || আপডেট: ২০১৯-১২-০৩ ২২:৫১:৫৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দবাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। আজুখায়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযানে ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় একটি ইট ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ পুড়ানোর দায়ে ম্যানেজার মোঃ করিমকে ২০হাজার টাকা ও একয় এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে জনৈক হুমায়ন কবিরকে ৫০হাজার টাকাসহ মোট ৭০হাজার। টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি সাংবাদিকদের জানান এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *