চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin

চকরিয়ায় ভোগদখলীয় জমিতে ধান শুকানোর মাঠ তৈরীতে বাধা দিচ্ছেন সড়ক ও জনপদ

প্রকাশ: ২০১৯-১২-০৬ ২২:৫৭:২৭ || আপডেট: ২০১৯-১২-০৬ ২২:৫৮:২০

আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া এলাকায় ৪০বছর ধরে ভোগদখলীয় জায়গাতে ধান শুকানোর মাঠ তৈরীতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে। তারা ধান শুকানোর মাঠ তৈরীতে বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ রয়েছ। ফলে জায়গার মালিক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।


জায়গার মালিক নুরুল আমিন চৌধুরী বলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া ৪০ বছর পূর্বে ৫৪ শতক জমি ক্রয় করি। যার দাগ নং আরএস ৬৪৩৪, এমআর ১৯৯৩, বিএস ১১০৫৪ ও বিএস ১১০৫৭ মুলে আমার নামীয় রেকর্ড রয়েছে।

বর্তমানে এসব জায়গায় আমি ভোগদখলে রয়েছি।
তিনি আরও বলেন, ওই জমিতে রাইস মিলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি আমার রাইস মিলে ধান শুকানোর জন্য ইট বসিয়ে মাঠ তৈরী করছিলাম। হঠাৎ করে চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের লোকজন এ কাজে বাধা দিচ্ছেন। কী কারণে তারা বাধা দিচ্ছেন তা বুঝে উঠতে পারছি না।

চকরিয়া সড়ক ও জনপদ বিভাগকে স্থানীয় একটি প্রভাবশালীমহল ভুল বুঝিয়ে রাইস মিলের ধান শুকানোর ইট মাঠ তৈরী কাজে বাধা দিচ্ছেন বলে জানান তিনি। ফলে জায়গার মালিক আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *