চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

পুরা দেশবাসির কাছে আমি জীবন ভিক্ষা চাই: সৌদি প্রবাসী নারীর আকুতি

প্রকাশ: ২০১৯-১২-০৬ ১৯:০৪:৪৫ || আপডেট: ২০১৯-১২-০৬ ১৯:০৪:৫৪

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

পুরা দেশবাসির কাছে আমি জীবন ভি’ক্ষা চাই। আমার লেখাপড়া নাই। আমি নি’র্যাত’নের ভিডিও ছাড়তে পারি না। আমারে ওয়ার দিয়া খুব মা’রে, আমার শরীরের ল’জ্জাস্থা’নগুলোতে ওয়ার দিয়া মা’রে। আমাকে যৌ’ন নি’র্যা’তন থেকে বাঁচান।পুরা দেশ বাসির কাছে আমি ভি’ক্ষা চাই, আমারে বাঁচাও আমারে সৌদি থেকে লইয়া যাও। আমারে বাংলাদেশে লইয়া যাও। তোমনা কাছে আমি জীবন ভি’ক্ষা চাই ।’

‘আমি বাঁচতাম না, আমারে বাইচ্চা (বেঁচে) থাকতে কেউ নিল না দেশও। আমি বাইচা দেশ আইতাম না। ওইটা (উঠে) খারইতে (দাঁড়াতে) পারি না। কিতা (কি) কাম (কাজ) করতাম। আমি বাঁচতাম না। আমি মই’রা যামু এই দেশও। আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমার গ্রাম এমন মানুষ নাই আমারে দেশও নেওয়ার কেউ নাই। আমি মই’রা যাইমু আমি বাঁচতাম না।’

সে আরও বলে, ‘আমার আত্মীয় স্বজন যারা আছেন আমি আইছিলাম আমার দুইটা বাচ্চার লাগিয়া আমার দুইটা বাচ্চার কেউ নাই। তোমরা আত্মীয় স্বজন আমার লাইগা দোয়া করিও। আমারে তোমরা বাঁচাও । আমারে বেতন দেয় না, খানা (খাবার) দেয় না।‘আমি খুব অসুস্থ আমারে মা’ইরা মা’ইরা কাম করায়। আমার গ্রামের আত্মীয় স্বজন সবার কাছে আমার অনুরোধ আমারে তোমরা বাঁচাও। আমার বাপেরা আমার ভাইয়েরা তোমরার কাছে আমি আমার জীবন ভি’ক্ষা চাই আমার। আমার দুই বাচ্চার কেউ নাই। দুই বাচ্চার লাইগা আইয়া আমি বিপদে পড়ছি। আতিকুল দালালে আমারে সৌদির অফিসও ৪ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে।’
ভিডিও ও অডিও বার্তায় এমন তথ্য জানিয়েছে সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কর্মরত মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ২নং ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের তৈয়ব আলীর মেয়ে।জানা যায়, গ্রামের আতিকুল দা’লালের মাধ্যমে চলতি বছরের ফ্রেবুয়ারিতে জীবিকার তাগিদে দুই ছেলেকে দেশে রেখে সৌদি আরব আসেন মরিয়ম আক্তার। মরিয়ম একটি বাসায় গৃহকর্মীর কাজ করে।

সাম্প্রতিক তার নি’র্যাত’ন ও যৌ’ন হয়রা’নির কথা জানিয়ে একটি ভিডিও কা’ন্নাজড়িত কন্ঠে পরিবারে সদস্যদের পাঠালেও পরিবারের সদস্যরা দালাল, গ্রামের মেম্বার, মুরুব্বিদের জানিয়েও মরিয়মকে দেশে ফেরাতে পারছেন না।এদিকে, তৈয়ব আলীর মেয়ে মরিয়র আক্তারের যে সৌদিতে তার উপর অ’মানুষিক, শারীরিক ও যৌ’ন নি’র্যাত’ন চালানো হচ্ছে।নি’র্যাতি’ত মরিয়ম আক্তারের মা জামিলা বেগম মরিয়মকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *