চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পুলিশের সঙ্গে চুয়েট ছাত্রদের সংঘর্ষঃ পুলিশসহ আহত ১০/১২

প্রকাশ: ২০১৯-১২-০৭ ১৯:৩৫:২৪ || আপডেট: ২০১৯-১২-০৭ ১৯:৩৫:৩৩

প্রদীপ শীল, রাউজান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে চুয়েট ছাত্রদের সঙ্গে পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের সময় চুয়েটের মূল ফটকে এ সংঘর্ষের
ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চুয়েটে সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এলারবি ব্যান্ডের কণ্ঠশিল্পী মিজান
মঞ্চে গান গাওয়ার সময় চুয়েটের মূল ফটক থেকে হৈ-চৈ শুনা যায়।

এসময় শ্রোতারা দিকবেদিক ছুটতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের আঘাতে এক চুয়েট ছাত্রের মাথা ফেটে
যাওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। চুয়েট শিক্ষার্থীরা রড, কাঠের বাটাম, ইটপাটকেল নিয়ে উত্তেজনা শুরু করে। পরে আমরা বঙ্গবন্ধু হলে অবস্থান নেয়। এসময় গেইট বন্ধ করে দেয়া হয়। ক্যাম্পাসের সব পুলিশ গেইটে জড়ো হয়।


পরে বের হওয়ার সময় দেখেছি বেশকিছু লাইট ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টা ২০ মিনিটের সময় এক চুয়েট
শিক্ষার্থী কিছু বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে মূল ফটকে সিকিউরিটি পাস দেখতে চান পুলিশ। তাদের পাস না থাকায় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের বাকবিতঙ্গ হয়। পরে চুয়েট শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়।

এঘটনায় চার পুলিশসদস্যসহ অন্তত ১০/১২জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, চুয়েটে দায়িত্বপালনকালে উত্তেজিত ছাত্রদের আঘাতে আহত হয়েছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার হোসেন, রাউজান গুজরা তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ, রাউজান থানার কনস্টেবল কামাল, রাউজান গুজরা তদন্ত কেন্দ্রের কনস্টেবল মাহবুব হোসেন। আহত পুলিশসদস্যদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরীকে ফোন করা হলে তিনি মিটিংএ আছেন বলে লাইন কেটে দেন। অপরদিকে
শিক্ষার্থীদের পক্ষে আহতদের পরিচয় জানা যায়নি। চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মসিউল হকের কাছে আহত ছাত্রদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা জেনেছি দুইছাত্র আহত হয়েছে। তবে তাদের পরিচয় এখন জানাতে পারবো না। বিষয়টি নিয়ে কথা বলার জন্য রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

পরে রাউজান থানা সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুর নবী বলেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন সময়ে এক চুয়েট ছাত্র তার কিছু বন্ধুকে নিয়ে প্রবেশের চেষ্টা করে। তাদের সিকিউরিটি পাস না থাকায় প্রবেশে বাধা দিলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়।

পরে চুয়েট ছাত্ররা জড়ো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শফিউল্লাহ ভুঁইয়া বলেন, চুয়েট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক
বহিরাগতদের প্রবেশে বাধা দিলে জনৈক ছাত্র তার কোচিং সেন্টারের ছাত্রদের নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ নিয়ে সৃষ্ট ঘটনায় তারা চুয়েট গেইটের মূল
ফটকে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

সমাবর্তন ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে করা সাজসজ্জ¦ার ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে ওসি সাহেব বলতে পারেন বলে এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *