চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের আদালতে জামাল খাসোগি হত্যা মামলার রায় ঘোষণা : ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৯-১২-২৬ ১৩:১২:১১ || আপডেট: ২০১৯-১২-২৬ ১৩:১২:১৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

বিশ্বজুড়ে আলোচিত জামাল খাসোগি হত্যা মামলার রায় ঘোষণায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত । এবং অন্য তিন অভিযুক্তকে মোট ২৪ বছরের জেল দিয়েছে আদালত। সৌদি গ্যাজেটে প্রকাশিত একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা যায়।

জামাল খাসোগি হত্যা মামলা
জানা যায় যে মোট ৩১ জন মানুষের উপর তদন্ত হয় এবং তাদের মাঝে ২১জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

জামাল খাসোগি, একজন স্বনামধন্য সৌদি সাংবাদিক, যিনি ২০১৮ সালের অক্টোবরের ২০ তারিখ ইস্তাম্বুলের সৌদি দুতাবাসে খুন হন। তিনি দুতাবাসে এসেছিলেন তাঁর নিজের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কিছু কাজে।

অভিযুক্তদের সাজা এবং সাজার পরিমান রায় ঘোষণার পর একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে ।

সাউদ আল খাতানি সাবেক রাজ আদালত উপদেস্টার উপরেও তদন্ত চালানো হয় কিন্তু তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ আনা সম্ভব হয় নি।

সাবেক সৌদি গোয়েন্দা সংস্থা উপপ্রধান আহমেদ আল আসিরির উপরেও তদন্ত চালানো হয় কিন্তু উপযুক্ত প্রমানের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।

যে ৩ জনকে মোট ২৪ বছরের সাজা দেওয়া হয় তাদের বিরুদ্ধে খাসোগি হত্যাকান্ড ধামাচাপা, প্রমান নস্ট এবং আইন ভংগের অভিযোগ প্রমানিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *