চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লোহাগাড়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলায় অশ্লীলতা : প্রশাসনের হস্থক্ষেপে বন্ধ

প্রকাশ: ২০২০-০১-১৪ ১৬:০৫:১৫ || আপডেট: ২০২০-০১-১৪ ১৬:০৫:২৩

লোহাগাড়া অফিস :

গত ১২ জানুয়ারি রাতে উপজেলার সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের পিছনে অনুষ্ঠিত মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সার্কাসের নামে অশ্লীল নাচ গানের অভিযোগে মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।

জানাযায়, মেলায় সার্কাসের নামে অশ্লীল নৃত্য চালিয়ে আসছে মেলা কমিটি। এ বিষয়ে সার্কাস দেখতে আসা দর্শকদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। যার কারণে মেলার কার্যক্রম বন্দ করে দেওয়া হয় বলে সূত্রে প্রকাশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে মেলায় অশ্লীলতা চালানো যাবে না। তিনি আরো বলেন উপজেলায় মাদক, জুয়া ও অশ্লীলতার বিষয়ে কোন আপোষ নেই।

কোথাও মাদক, জুয়া ও অশ্লীলতা হলে প্রমাণসহ পুলিশকে জানাবেন। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এসময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ উপস্থিত ছিলেন।

ঘটনাস্হল পরিদর্শন করে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে বিজয় মেলার নামে সার্কাসে অশ্লীল নৃত্য পরিবেশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *