চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে কালেক্টরেট সহকারীদের “কর্মবিরতি”

প্রকাশ: ২০২০-০১-২৭ ২০:২৯:৫৭ || আপডেট: ২০২০-০১-২৭ ২০:৩০:০৪

খাগড়াছড়ি, প্রতিনিধি :

খাগড়াছড়িতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট সহকারীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি ঊষাতন চাকমার সঞ্চালনা এতে, বাকাসস’র জেলা শাখার সভাপতি আশীষ রঞ্জন চাকমা, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, বীর লাল চাকমা এবং এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সিএটু এডিসি (শিক্ষা ও আইসিটি) দীপক দেওয়ান বক্তব্য রাখেন। কর্মসূচিতে জেলা প্রশাসনের সকল সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বাকাসস’র কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এসময়, বক্তারা মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবী জানান। অন্যতায় আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *