চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে সম্প্রীতির সেতু বন্ধনে কাজ করছে সেনাবাহিনী

প্রকাশ: ২০২০-০১-২৭ ২০:২৮:০৬ || আপডেট: ২০২০-০১-২৮ ১১:৩০:০৯

খাগড়াছড়ি, প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার ২ হাজার অসহায়, গরিব, দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে শহরের পৌর ঈদগাহ্্ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন ২২ বীরের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাম, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দেবনাথ, কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি তপন কান্তি দে প্রমূখ।

খাগড়াছড়ির পৌরসভাসহ সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে জোন কামান্ডার বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়নে খাগড়াছড়ি জেলার মানুষ উদারতার কোন কমতি নেই, বাংলাদেশ সেনা বাহিনী এই সম্প্রীতির সেতু বন্ধনে থাকতে চায়।

তিনি আরও বলেন, অসহায় মানুষদের মাঝে এই শীত বস্ত্র কার্যক্রম প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের পাশে থাকার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *