চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৩ জন পরীক্ষার্থী

প্রকাশ: ২০২০-০২-০৩ ২০:৪৫:৪৭ || আপডেট: ২০২০-০২-০৩ ২০:৪৫:৪৯


নিজস্ব প্রতিনিধি :
মিরসরাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসির বাংলা আবশ্যিক ও দাখিলে কুরআন মাজিদ, তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন বলেন, মিরসরাই উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় ৪ হাজার ৪শ ৯২জন শিক্ষার্থী, দাখিলে ৯০১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ভোকেশনালে ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিন এসএসসিতে ১৭ জন ও দাখিলে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসির ৬টি সেন্টার, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা একটি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *