চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

কবি মুহাম্মদ সোলাইমান”র একটি কবিতা

প্রকাশ: ২০২০-০২-০৪ ১৮:৩৭:০০ || আপডেট: ২০২০-০২-০৪ ১৮:৩৭:০৭

নীলগিরি নীলিমার দেশে

সবুজ শ্যামল অপরূপ বাংলাদেশ
নীলগিরি-নীলিমার দেশে,
আজ ঘুরে এলাম পল্লী-প্রকৃতি
অপরূপ সৃষ্টি গভীর ভালবেসে।

পাহাড়ী আঁকাবাঁকা পথ,
রাতে জোনাকিরা করে খেলা,
ঢেউ খেলানো অসমতল পথে
নীলগিরিতে সবুজের বসেছে মেলা।

পাহাড়ের চূড়ায় চলছে গাড়ি,
সুদূরে নিচে আছে গভীর খাঁদ,
শিক্ষাসফর মহা আনন্দের
না দেখলে জ্ঞান থেকে বাদ।

ছুটছি শুধু ছুটছি নীলগিরিতে
ফুরায় না কভু পথ,
আল্লাহকে স্মরণে যাত্রা করি
আসেনা যেন মোদের আপদ।

নীলগিরি নীলিমায় সবুজের দেশে
আজ বসেছে আনন্দ হাঁট,
ট্যুরিস্ট ব্যবসায়ীরা সুযোগে বসাল
দ্বিগুণ দ্রব্য মূল্য ঘাট।

নীলগিরি-নীলাকাশ, রোদ ঝিলিক
মেঘমালা ছুঁয়েছে মাটি,
সবুজ বৃক্ষ ফুলমালা, আপন-পর
সব করেছে খাঁটি।

যাত্রাপথে রাশি বিপদজনক বাঁক,
চলে আসে আরো অজানা ভয়,
শিক্ষা সফর মহা-আনন্দের
ভয়কে সবাই জয় করেছি নিশ্চয়।

আখতারিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদ
করেছে স্মরণীয় ভ্রমণ আয়োজন,
জ্ঞান বৃদ্ধি মানসে, অন্তকরণ প্রফুল্লতে
শিক্ষা সফর বেশি প্রয়োজন।

বান্দরবাদ সদর, মেঘলা, চিম্বুক পাহাড়,
শৈল প্রপাত, নীলগিরি-নীলাচল,
অপরূপ পর্যটন সবুজঘেরা ফুলবাগ,
দেখি যেন মায়ের আ’চল।।

কবি- শিক্ষক, সংগঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *