চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি রামগড়”চা বাগান চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় চেক বিতরণ

প্রকাশ: ২০২০-০২-০৫ ০০:১৩:০২ || আপডেট: ২০২০-০২-০৫ ০০:১৩:১১

রফিকুল আলম :

ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেছেন, বর্তমান সরকার চা বাগানের শ্রমিক ও তাদের ছেলে-মেয়েদের উন্নত জীবন যাপন গড়তে নানা সুবিধা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষাকে প্রধান্য দিয়েছে। যুগের পরিবর্তন হাওয়া এখন চা শ্রমিকরা ভোগ করছে। এ সরকার যতদিন থাকবে দেশের উন্নয়ন ততো বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়তে চেয়েছেন,সে সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

তিনি গত ৪ ফেব্রুয়ারী চট্টগ্রামের ফটিকছড়ি রামগড়”চা বাগান চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় চা”শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম ভ্যালীর সভাপতি নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজিব আশ্চ্যার্য।

অনুষ্ঠানে অতিথিরা জন প্রতি ৫ হাজার টাকা করে ২ শত ৫২ জন শ্রমিকের মাঝে চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *