চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আব্দুল্লাহ আল শাকিব, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি

ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবীলীগের কমিটি গঠিত

প্রকাশ: ২০২০-০২-০৬ ২২:১০:৫৫ || আপডেট: ২০২০-০২-০৬ ২২:১১:০২


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
“মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ” প্রতিপাদ্যে- বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল গত ৪ ফেব্রæয়ারী বিকাল ২টায় ডুলাহাজারা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল দরবেশীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শাহ্ আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোছাইন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল এহেছান চৌধুরী সাইফুল, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক রুস্তম গণি মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এহেছানুল হক।

প্রধান বক্তা ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার এমইউপি, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক এমইউপি তরুণ আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবদুল মন্নান, উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম টিটু, উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, মৎস্যজীবীলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ ও সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে চকরিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক ইকবাল দরবেশী ও সদস্য সচিব মো: শাহ্ আলম আংশিক কমিটি অনুমোদন করেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন; সভাপতি মিন্টু কুমার দে, সাধারণ সম্পাদক মো: শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক মো: সাহাব উদ্দিন (পরিচালক ব্যাম্বু বাংলাদেশ লামা শাখা)।

উক্ত কমিটিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলার আহবায়ক-সদস্য সচিব বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *