চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ হোসেন করাগারে

প্রকাশ: ২০২০-০২-০৬ ২৩:১৭:০৪ || আপডেট: ২০২০-০২-০৬ ২৩:১৭:১২

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদরাসা সুপার মওলানা সৈয়দ হোসাইনকে কারাগারে প্রেরণ করেছে আদালতের বিজ্ঞ বিচারক।

গত ২০১৮ ইং সনে মওলানা সৈয়দ হোসেন মদিনাতুল উলুম মাদরাসা পরিচালনা কমিটি গঠন নিয়ে বান্দরবান জেলা প্রশাসকের ৩৩৬নম্বর স্মারকের একটি পত্রে স্বাক্ষর জালিয়াতি করেন তিনি।


এ ব্যাপারে গত ২৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন যার নং ০৭-২৪-২০১৯ ইং।

মামলাটি দায়েরের পর মাদরাসা সুপার দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে উচ্চ আদালত নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে জামিন দেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।


দীর্ঘ শুনানী শেষে চীফ জুডিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাং জয়নুল আবেদীন এবং আসামী পক্ষে মামলার কৌশলী ছিলেন এডভোকেট ইলিয়াছুর রহমান, মুর্শেদুল ইসলাম রুবেল ও মোঃ শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *