চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

বন্যহাতির আক্রমণ থেকে বাঁচতে আনোয়ারায় মানববন্ধন

প্রকাশ: ২০২০-০২-০৮ ১১:৫৯:১৯ || আপডেট: ২০২০-০২-০৮ ১১:৫৯:২৭


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো অভয়ারণ্যে সরানোর দাবিতে মানববন্ধন করেছে বৈরাগ ইউনিয়নবাসী। শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।


বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য মোহাম্মদ ওসমান, আমির আহমদ খান,আবুল বশর,মুজিবুর রহমান বুলু ও এস এম সাইফুল ইসলাম প্রমুখ।


এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে দেয়াঙ পাহাড়ে হাতিগুলো অবস্থান নিয়ে এলাকাবাসীর জানমালের ক্ষতি করলেও বনবিভাগ ও স্থানীয় প্রশাসন নিরব। গত দেড় বছরে হাতির আক্রমণে আনোয়ারার ৬জন নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন।

এছাড়া প্রায় প্রতিদিন হাতির তান্ডবে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা নষ্ট হচ্ছে। এরপরও বনবিভাগ ও স্থানীয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর কত প্রাণ ঝরলে হাতিগুলো সরানো হবে প্রশ্ন এলাকাবাসীর। তারা অবিলম্বে দেয়াঙ পাহাড় থেকে হাতিগুলো সরিয়ে নিতে দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *