চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ২১ উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশ: ২০২০-০২-১০ ১৯:০০:২৯ || আপডেট: ২০২০-০২-১০ ১৯:০০:৩৭



মিরসরাই প্রতিনিধি :
আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এম আলাউদ্দিন।

সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২০ ফেব্রæয়ারী রাত ১২.১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা, ভোরে সকলের অংশগ্রহণে প্রভাতফেরী, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ২১’র বিভিন্ন অষ্ঠুষ্ঠানমালা চলবে।

এছাড়া অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যের দিকে দৃষ্টিপাত করে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।
প্রধান অতিথি উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ এম আলাউদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মাতৃভাষা আজ বিলুপ্ত হয়ে গেছে।

বিশ্বের একমাত্র জাতি আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবীতে যুদ্ধ করেছি। আমাদের অনেকপ্রাণ এ ভাষার জন্য শহীদ হয়েছেন। আজ আমি বিনম্র শ্রদ্ধার সাথে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী ২১ ফেব্রæয়ারী মিরসরাই উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডের সফলতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *