চট্টগ্রাম, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে তিন শতাধিক সড়কে ২৫ প্রজাপতির আম গাছে মুকুল

প্রকাশ: ২০২০-০২-১০ ১৮:৫৭:২৩ || আপডেট: ২০২০-০২-১০ ১৮:৫৭:৩০

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে আম গাছে মৌ মৌ সুভাষিত ছড়াচ্ছে মুকুল ঘ্রাণ।
বসন্ত শুরুর সাথে সাথে উপজেলা জুড়ে আম গাছের এসেছে আমের মুকুল।

গ্রামীণ জনপদে প্রাপ্ত বয়স্ক আম বৃক্ষ গুলো দেখলে সবার দৃষ্টি গাছের উপরি ভাগে চলে যায়। সদর মুন্সিরঘাটার আমতলের ঐতিহাসিক আম গাছে মুকুলের পরশ ছোখে পড়ার মতো।

দৃষ্টিনন্দন মুকুলের উচ্ছাসে ডালপালা-এমনকি পাতা পর্ষন্ত দেখা যাচ্ছে না। গাছটির মূল দেখা গেলেও ডালপালা সেজেছে মুকুল আর মুকুলে। শীতের সকালে সূর্যের কিরণ আম মুকুলকে স্পর্শ করতেই বাড়তি সুন্দরতার প্রতিচ্ছবি ফুটে উঠে।

অপর দিকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার ছোট বড় তিন শতাধিক সড়কে ২৫ প্রজাপতির আমের কলপ চারা রোপন করে রেকর্ড করেছিল দেশ ব্যাপী।

এসব রোপিত আম কয়েক বছর ধরে আংশিক ফলন দিলেও এবছর পরিপূর্ণ ফলন আশা করছে এলাকার মানুষ। রোপিত প্রতিটি আম গাছে মুকুলে মুকুলে ভরপুর হয়ে আম ধরা শুরু করেছে।

সড়ক পথে সারি সারি ভাবে রোপিত আম বৃক্ষাদি সরোজমিন পরিদর্শন কালে দেখা যায়, উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌর এলাকায় সড়ক এলাকা ছাড়াও বাড়ীর আঙ্গিনায়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের আঙ্গিনায় দেখা মিলছে আমের মুকুল। প্রত্যেকটি এলাকা জুড়ে এখন সর্বত্র গাছে গাছে শুধু আমের মুকুল আর মুকুল।

মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো রাউজান উপজেলা।রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাউজানে ছোট বড় প্রায় ৬৮টি অধিক ব্যক্তি মালিকানাধীন মিশ্র ফল বাগান রয়েছে। এসব বাগানেও এসেছে মুকুল।

মুকুল আসার পূর্ব থেকে আমগাছ মালিকরা তাদের আমের গাছের যত্ন নেয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকেন।

গত বছরের তুলনায় এ বছর প্রতিটি আমগাছে এসেছে অধিক আমের মুকুল। এ বছর কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রাউজানে ব্যাপক আমের ফলন হবে বলে আশা করছেন কৃষিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *