চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

প্রকাশ: ২০২০-০২-২১ ১৯:৪৮:২১ || আপডেট: ২০২০-০২-২১ ১৯:৪৮:২৯

‎রফিকুল আলম :

আওলাদে গাউছুল আজম, গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ১০১ তম পবিত্র মহান খোশরোজ শরীফ লাখ লাখ ভক্তের আমিন আমিন ধ্বনি, জিকির আজকার, ইবাদত বন্দেগী এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মাইজভান্ডার দরবার শরীফের শাহী মাঠে গত ২০ ফেব্রুয়ারি রাতে সম্পন্ন হয়েছে।


গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে বাদ মাগরীব মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্টিত আলোচনা সভা, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ হাবীবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে ও আখেরী মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ্জাদায়ে গাউছে জামান যথাক্রমে আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ মহিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৌহিদুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব আলহাজ্ব মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল কাদেরী, বিটিএফ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী।

এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবদুল মতিন,বিটিএফ এর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, রোসাংগিরি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, কাজী আবদুল হালিম শাহ্ প্রমুখ।


মাহফিলে তাকরীর পেশ করেন উপাধ্যক্ষ আল্লামা তৈয়ব খান আল কাদেরী, আল্লামা আবদুল ওয়াহাব জালালী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, আলহাজ্ব মাওলানা সাইফুর রহমান ফারুখী, মাওলানা কুতুব উদ্দীন রেজভী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *