চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় ফসলী জমির টপ সয়েল কাটার দায়ে এক মাসের কারাদন্ড

প্রকাশ: ২০২০-০২-২৬ ১২:৩৪:৩৫ || আপডেট: ২০২০-০২-২৬ ১২:৩৭:৩২

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় ফসলী জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেয়ার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো . মাসুদুর রহমান এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইমরান হোসেন (২৭)। বাড়ি ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি গ্রামে।


ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ খবর পেয়ে অভিযান চালিয়ে হোছনাবাদ ইউনিয়নে ফসলী জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেয়ার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে একজনকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *