চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কা মসজিদুল হেরাম ও বায়তুল্লাহ কাবাঘরের আশেপাশে আজকের অবিশ্বাস্য দৃশ্য

প্রকাশ: ২০২০-০৩-০৬ ০২:৩২:৫৪ || আপডেট: ২০২০-০৩-০৬ ০২:৩৩:০১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

করোনাভাইরাসের আতংকে মধ্যপ্রাচ্য সৌদি আরব। সর্বোচ্চ করোনা ঝুকি ঠেকাতে আজকে আল্লাহর ঘরের এরকম নীরব দৃশ্য এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মক্কাতে ওমরাহ এবং সবরকম জিয়ারাহ নিষিদ্ধ হওয়ার পরের দৃশ্য এটি

পবিত্র হেরেম শরীফ! করোনা আতংকে সরকারের নানান পদক্ষেপ, বন্দ করে রাখা হয়েছে নিচের ফ্লোরের তাওয়াফের মাঠ।
আল্লাহ যেন সকল মহামারি থেকে আমাদের হেফাজত করেন আমিন,

কা’বার এমন চিত্র সহসাই কখনো দেখা যায় না,,
জীবানু মুক্ত করার জন্য মাত্বাফ পুরোপুরি শুণ্য,,
তবে তাওয়াফ কিন্তু বন্ধ নেই! ভেতরে মসজীদের প্রতিটি তলায় তাওয়াফ চলছে, আল্লাহর কোন না কোন গোলাম কোন না কোন ভাবে সবসময়ই এই ঘর তাওয়াফ করবে এবং তা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত….

একজন প্রবাসী গোলাম মোস্তাফা জনান, দীর্ঘ ২৫ বছর পবিত্র মক্কায় অবস্হান করার অভিঙ্গতায় এ রকম দৃশ্য কোন দিন দেখি নাই তোয়াফের মাঠ জনশুন্য। কঠিন সিদান্ত নিতে বাধ্য হলো সৌদি সরকার করোনা ভাইরাসের কারনে। হে আল্লাহ করোনা ভাইরাস থেকে পৃথিবীর সকল মুসলিমজাতি আমাদের বাংলাদেশ সহ সকল কে হেফাজত করো এ মরন ব্যাধি থেকে — আমিন। আজ মগরিবের সময়(সৌদি টাইম) টিভি তে লাইভে দেখে মনটা বিষণ খারাপ লাগছে। ওমরা ও তোয়াফ বন্ধ রাখা হয়েছে করোনা ভাইরাসের কারনে। টিভির লাইভ থেকে ছবি গুলি তুলে নিলাম। আল্লাহ কাছে প্রার্থনা করি আমার দীর্ঘদিনের মক্কা প্রবাসী ভাই বন্ধু ও রাজনৈতিক সহপাটিদের যেন হেফাজত করেন। আমিন ! সুম্মা আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *