চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশ: ২০২০-০৩-১১ ০০:১৫:০২ || আপডেট: ২০২০-০৩-১১ ০০:১৫:০৯

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
পার্বত্য বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যতাড ভাবে পালিত হয়েছে।

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নাইক্ষ্যংছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এই র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এর পরে উপজেলা প্রশাসনের হল রুমে চিত্রংক্ষন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন ভুঁঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্র, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মোঃ মহিউদ্দিনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা উপস্হিত ছিলেন।

এছাড়াও অগ্নিকান্ড, ভুমিকম্প ও যে কোন বিপদে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা নিতে হবে এর উপর একটি মহড়া প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *