চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

দেশ থেকে জলাতন্ক নির্মূলের লক্ষ্যে ফটিকছড়িতে অবহিত করণ সভা

প্রকাশ: ২০২০-০৩-১২ ২১:২৭:১৬ || আপডেট: ২০২০-০৩-১২ ২১:২৭:২৩

রফিকুল আলম :

দেশ থেকে জলাতন্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রাম জেলায় ব্যাপক হারে কুকুরের ঠিকাদান কার্যক্রম ২০২০ বাস্তবায়নে ফটিকছড়ি উপজেলায় অবহিত করণ সভা ১২ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে টি এইচ ও ডাক্তার মুহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


এতে অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। বক্তব্য রাখেন, ডাক্তার জয়নাল আবেদিন মুহুরী,ডাক্তার ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান এম সোলায়মান। উক্ত কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত এম ডি ভি সুপারভাইজার কে এম তাহমিদ ও হযরত আলী সজীব।


সভায় আগামী ১৫ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত ভোর সাড়ে ৬ টা হতে উপজেলার সব এলাকায় ৪৬ টি টিম ৫ দিন কাজ করবে।


সভায় বিভিন্ন পৌর মেয়র প্রতিনিধি,ইউ পি চেয়ারম্যান,সাংবাদিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারীরা উক্ত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করার জন্য বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *