চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় আওয়ামী লীগ নেতাকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: ২০২০-০৩-১৪ ২০:১২:৩১ || আপডেট: ২০২০-০৩-১৪ ২০:১৪:২৭


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফকে (৫২) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


সম্প্রতি ওমর ফারুক নামের একটি ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতাকে হত্যাসহ দেখিয়ে নেওয়ার ক্ষুদে বার্তা ভাইরাল হয়।

আওয়ামী লীগ নেতা মো.ইউসুফ ও স্থানীয় ওমর ফারুকের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা-মামলাও হয়।

এর প্রেক্ষিতে প্রতিপক্ষ ফেসবুকে প্রাণনাশের হুমকি দিলে জীবনের নিরাপত্তা চেয়ে মো.ইউসুফ থানায় জিডি করেন।


অভিযোগকারী মো.ইউসুফ বলেন,প্রতিপক্ষ জোর করে আমার বসতভিটা দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফেসবুকে আমাকে মেরে লাশ গুম করার হুমকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।


ইউসুফের এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত ওমর ফারুক বলেন,আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়ে আমাকে মারধর করেছেন।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ভূমি বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *