চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিম শিশুদের সাথে প্রীতিভোজ

প্রকাশ: ২০২০-০৩-১৮ ১২:৫৩:৫৪ || আপডেট: ২০২০-০৩-১৮ ১২:৫৪:০৪

মো. নুরুল আলম, নিজস্ব প্রতিনিধি ,চন্দনাইশ :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর ব্যতিক্রমধর্মী আয়োজন এতিম শিশুদের সাথে প্রীতিভোজ।

গতকাল ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর আয়োজনে চন্দনাইশ পৌরসভা¯’ দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ব্যবস্থাপনায় মাদ্রাসা প্রাক্সগণে আলোচনা সভা, প্রীতিভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুর রহিম।

সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু রাশেদ মোঃ নুরুদ্দীন। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সহ-সভাপতি আবু আলেব আনচারি, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ ইমন , অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন , প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা , সদস্য মো. ফয়সাল চৌধুরী ,মো. আমিনুল ইসলাম রুবেল, মো. তৌফিক আলম, মাদ্রাসা কমিটির যুগ্ন সম্পাদক মো. আবদুর রশিদ, সদস্য যথাক্রমে পল্লী চিকিৎসক কাজী আলমগীর হোসেন, কাজী হোছাইন, মো. সোলায়মান, অছিউর রহমান, মাসুদ, মিজান, সমাজসেবক কাজী মোস্তাফিজুর রহমান ফখরু, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাও. মো. জাহেদুর রহমান, মাদ্রাসার সুপার মাও. মো. আবদুল মালেক, সহ-সুপার মো. নজরুল, সহকারি শিক্ষক যথাক্রমে মোছাৎ সোলতানা ইয়াছমিন, তানজু আকতার, জেসমিন আকতার , মো. জাবের হোসেন, মো.আবু সিদ্দিক, মোছাৎ শাহীন, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী ও অভিভাবক।

পরে সভায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আরফাত রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *