চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে প্রশাসনের বাজার মনিটরিং : দাম বেশি ও লাইসেন্স না থাকায় জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-২১ ১৭:২৬:৪৯ || আপডেট: ২০২০-০৩-২১ ১৭:২৬:৫৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজার মনিটরিং এ নেমেছে উপজেলা প্রশাসন।

(২১ মার্চ) শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর বাজার ও চাকঢালা বাজারসহ বিভিন্ন হাট বাজার মনিটরিং করেছেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, সাথে ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

অভিযান চলা কালে নাইক্ষ্যংছড়ি বাজারে বেশি দামে মালামাল বিক্রি ও লাইসেন্স না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। প্রাথমিক ভাবে এই তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট। অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করেন প্রশাসন।

ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি এ প্রতিবেদককে বলেন,কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইনানুগ ভাবে অর্থ দন্ড করা হবে। বাজার মনিটরিং থাকবে কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান।

পরে উপস্থিত লোকজনদের মাঝে করোনা নিয়ন্ত্রনে সচেতনতামূলক লিপলেট বিতরণসহ করোনা ভাইরাস নিয়ন্ত্রনে করণীয় ও সচেতনমূলক বক্তব্য প্রদান করেন ইউএনও সাদিয়া আফরিন কচি ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *