চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বসতভিটা নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:২৮:৫৫ || আপডেট: ২০২০-০৩-৩১ ২১:২৯:০০

আনোয়ারা প্রতিনিধি, বীর কন্ঠ : আনোয়ারায় বসতবাড়ির সীমানা বিরোধের জের ধরে ভাগ্নের কাঠের বাটামের আঘাতে মামা আবদুর রাজ্জাক (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবদুর রাজ্জাকের স্ত্রী হাফিজা খাতুন (৫৫) ও ছেলে মোহাম্মদ ফোরকান (২৬)। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বটতলী ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বসতবাড়ির সীমানা নিয়ে আবদুর রাজ্জাকের সঙ্গে তার ভগ্নিপতি মোহাম্মদ সৈয়দের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিকেলে দু‘পক্ষের মধ্যে ঝগড়া হয়। এরপর আবদুর রাজ্জাক ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ সৈয়দের ছেলে আবদুন নুরসহ বেশ কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। রাজ্জাকের শোরচিৎকারে তার স্ত্রী ও ছেলে এগিয়ে গেলে তাদেরকে কিরিচ দিয়ে কুপানো হয়। ওই সময় রাজ্জাকের ছেলে ফোরকানের কান কেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশের চমেক হাসপাতাল প্রতিনিধি এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা আরিফ মঈনুদ্দিন জানান,এই হত্যাকান্ডের ঘটনায় তারা আটক হওয়া দুজনসহ ১৩ জনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *