চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে ঘুরে ঘুরে কর্মহীন মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দিচ্ছেন মেয়র খোকা

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:৩৩:৫৩ || আপডেট: ২০২০-০৩-৩১ ২১:৩৩:৫৭

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) :: করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র চন্দনাইশ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ও স্থানে গত ২৯ মার্চ-৩১ মার্চ (রবিবার, সোমবার ও মঙ্গলবার) পর্যন্ত করোনা পরিস্থিতিতে ঘরে থাকা দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবীদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিনামূল্যে ১০কেজি চাল ও ২কেজি আলুসহ ৭০পরিবারকে আর বাংলা সাবান(১৯৩৭), স্যাভলন সাবান ও মাস্ক ২হাজার ২শত পরিবারকে পৌর মেয়র আলহাজ্ব মুঃ মাহাবুবুল আলম খোকা ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চলমান পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মহীন শ্রমজীবী মানুষ, অসহায় ও দুঃস্থ চার শতাধিক পরিবারের মাঝে বাংলা সাবান, স্যাভলন সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব মুঃ মাহাবুবুল আলম খোকা। এসময় পৌরসভার কর্মচারী মোঃ হেলাল উদ্দিন , মোঃ সাজ্জাদ, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ মাহমুদ জামিল, মোঃ মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মুঃ মাহাবুবুল আলম খোকা জানান, সমগ্র চন্দনাইশ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ও স্থানে পৌরসভার পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বাজার মনিটরিং করা, কোথাও যেন জনসমাগম না হয় বা জনগণ যাতে অযথা বাইরে বের না হয়ে বাড়িতে অবস্থান করেন, সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন তারা। মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টি তারা পৌরসভায় নিশ্চিত করছেন। এদিকে পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ও রাস্তায় জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। এদিকে তিনি বলেন, পৌরসভায় ৯টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা ভাইরাস মোকাবেলায় ওয়ার্ড ভিত্তিক কমিটি করে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার থেকে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবী মানুষদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *