চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

বাঁশখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-০২ ২০:১৯:৫৩ || আপডেট: ২০২০-০৪-০২ ২০:১৯:৫৭

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় সাথে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু, চিনি, ভোজ্য তেল, সাবান ইত্যাদি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছে। এই প্রাণঘাতী ভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে সরকার সচেতনতামূলক প্রচার প্রচারনা করে যাচ্ছেন এবং সারাদেশে লকডাউন ঘোষণা করেছেন। এ পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের পরিবার গুলো। তাই এসব অসহায় দরিদ্র পরিবার গুলোর কিছুটা দুদর্শা লাঘবে সহায়তা স্বরূপ এই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আশাকরি কোন অসহায় মানুষ অনাহারে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *