চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশ: ২০২০-০৪-০২ ২০:০০:৩৮ || আপডেট: ২০২০-০৪-০২ ২০:০০:৪২

মিরসরাই প্রতিনিধি, বীর কন্ঠ : করোনা ভাইরাস প্রতিরোধে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যা দিয়ে পরিবারগুলো অনায়াসে আগামী ১০দিন চলতে পারবে। এর আগে গত সপ্তাহে আরো ২০০ পরিবারের মাঝে পৌরসভা থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিলো। এছাড়া বারইয়ারহাট পৌর বাজার সহ প্রতিটি ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও লিপলেট বিতরণ করা হয়েছে। জনগণের খাদ্য ঘাটতি মোকাবেলায় আগামীতেও আরো খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *