চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করলেন গহিরা আলোকন ক্লাব

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:০৮:৩২ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:০৮:৩৬

প্রদীপ শীল, রাউজানঃ দূরত্ব বজায় রেখে রাউজানে করোনাভাইরাস মোকাবেলায় গহিরায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ এপ্রিল বিকালে দলই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গহিরা আলোকন ক্লাব আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ননির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান নূরুল আবছার বাঁশি, আলোকন ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এহসান উল্লাহ জাহেদীর সঞ্চালনায় এখানে সভাপতিত্ব করেন আলোকন ক্লাবের উপদেষ্টা ইফতেখার উদ্দিন দিলু। উপস্থিত ছিলেন আলোকনের কর্মকর্তা নাছির উদ্দীন সিদ্দিকী, মোহাম্মদ আনোয়ার, উপদেষ্টা সদস্য সুমন ফোরকান, সিহাব ইমনসহ আরো অনেকেই। প্রধান অতিথি নির্বাহী জোনায়েদ কবির সোহাগ বলেছেন, করোনাভাইরাস প্রার্দুভাবে সারাবিশ্ব সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে যুদ্ধ হিসাবে ঘোষনা করছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই সংকটকালীন সময়ে সমাজের বৃক্তশালীদের এগিয়ে আসতে হবে। আলোকন ক্লাবের সভাপতি এহসান উল্লাহ জাহেদী জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী মানুষের পাশে থাকার নিদর্শনা দিয়েছেন। আমরা সেলক্ষ্য কাজ করছি। তিনি কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য বলেছেন। আমরা মানুষের পাশে থেকে দুই’শ মানুষকে খাদ্য দ্রব্য বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *