চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত করছে

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:০২:২১ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:০২:২৫

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- সমাগ্র বিশ্বকে কাঁপানো প্রাণঘাতী রোগ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সাল চলিত বছরের হজ্জ মৌসুমে বিভিন্ন পদে পবিত্র মক্কা মুকাররামা ও মদিনা মুনাওয়ারা এবং জেদ্দার জন্য স্থানীয়ভাবে অস্থায়ী ভিত্তিতে নেয়া হজকর্মীদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ হজ মিশন অফিস জেদ্দা। এ বিষয় হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, বাংলাদেশ থেকে আগত হাজী সাহেবানদের খেদমতের জন্য যে সকল বাংলাদেশিরা আবেদন করছিলেন করোনাভাইরাসের সংক্রমণ তথা সৌদি আরবে চলমান কারফিউ পরিস্থিতির কারণে তাদের ইন্টারভিউ নির্ধারিত তারিখে গ্ৰহণ করা যাচ্ছে না। করোনা আতংকে চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারভিউ’র তারিখ পুনঃনির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট সকলকে তা বিজ্ঞপ্তি ও মোবাইল/এসএমএস করে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *