চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে ২’শ অসহায় পরিবারকে ত্রাণ দিল বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২০:১৭:১৮ || আপডেট: ২০২০-০৪-০৫ ২০:১৭:২৫

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :: সারাবিশ্বের মহামারি এই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব জেলা-উপজেলার মানুষকে সরকারিভাবে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফার্মেসী এবং নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। দেশের সব মানুষ এখন গৃহবন্দী রয়েছে। দেশের এই দুর্যোগ মূহুর্তে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের জন্যে দু’মুটো খাবার যোগাতে পারছেননা অনেকেই। ঠিক এমন অবস্থায় দিনমজুর এবং খেটেখাওয়া মানুষের দিকে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি বিত্তবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ২০০ শত দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে নিজস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন । তাই গত ০২ এপ্রিল (বৃহস্পতিবার) ২০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনটি।দেশের এই দুর্যোগ মূহুর্তে পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে মহাখুশি দিনমজুর ও কর্মহীন মানুষগুলো। প্রতিটি প্যাকেটে ছিল চাউল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি তৌহিদুল ইসলাম রহমানী, প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক যুবলীগ নেতা এম. শাহনেওয়াজ চৌধুরী, মামুনুল ইসলাম চৌধুরী,জাহাঙ্গীর আলম, জমির উদ্দীন চৌধুরী, শফিউল আজম রিয়াদ, শাহাজান গাজী, এম.ডি.শফিউর রহমান,তারেক হোসেন পিবলু,আানোয়ার হোসেন আব্বাস উদ্দীন,দক্ষিণ চট্টগ্রাম জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন রায়হান,এম,কে,আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল,হোসাইন আহমদ,মহিউদ্দিন রিপন,জসিম উদ্দীন,সাজ্জাদ হোসেন, নাছির উদ্দীন, মোঃ আসিফ প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি তৌহিদুল ইসলাম রহমানী ও প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক যুবলীগ নেতা এম. শাহনেওয়াজ চৌধুরী বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন। বর্তমানে অনেক রিকশা চালক, দিনমজুর সহ নিম্ম অায়ের মানুষেরা পরিবার নিয়ে খুবই অভাবে রয়েছে। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমাদের কানে এসেছে। করোনার প্রভাব যতদিন থাকবে ততদিন চন্দনাইশে বিভিন্ন এলাকায় অসহায়দের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *