চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা প্রশাসনকে খাদ্য সামগ্রী দিয়েছে চায়না হারবার

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২১:০৩:৪০ || আপডেট: ২০২০-০৪-০৫ ২১:০৩:৪৪

মিরসরাই প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী দিয়েছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার। রবিবার (৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মকর্তাবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের কাছে এসব জিনিস হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, বঙ্গবন্ধু শিল্পনগরে সুপার ডাইক নির্মাণের কাজ করা প্রতিষ্ঠান চায়না হারবার লিঃ উপজেলার দুস্থ মানুষদের জন্য খাদ্য ও অন্যান্য সামগ্রী দিয়েছে। এর মধ্যে রয়েছে ৫ টন চাউল, ১ টন ডাল, ১ টন আলু, ১ টন সয়াবিন তেল, ১ হাজার সাবান ও ৫ হাজার মাস্ক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *