চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে করোনা রোধে বিজিবির সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-১১ ২২:১৬:১৬ || আপডেট: ২০২০-০৪-১১ ২২:১৬:২০

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বীর কন্ঠ: পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর, দৌছড়ি ও বাইশারীতে করোনা ভাইরাস প্রতিরোধে ১১ বিজিবির টহলদল সচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরন অব্যাহত রয়েছে।

শনিবার ১১ ই এপ্রিল সকাল ১০টা থেকে উপজেলা সদর,দৌছড়ী ও বাইশারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম,হাট বাজার, দোকানপাটে বিজিবির সদস্যরা মাইকিং করে যাচ্ছে। প্রখর রোদ্র উপেক্ষা করে বিজিবির টহল দল দেশব্যাপী প্রাণঘাতী করোনার ভয়াবহতা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য এসব এলাকার বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীর প্রতি আহবান জানান।

নাইক্ষছড়িস্থ ১১ বিজিবির করোনা ভাইরাস প্রতিরোধের টহল কমান্ডার হাবিলদার রবিউল ইসলাম জানান ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল আসাদুজ্জামান স্যারের নির্দেশে বাইশারী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে আমাদের টহল ও করোনা ভাইরাস প্রতিরোধের নিয়মিত সচেতন মূলক মাইকিং অব্যাহত আছে। দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুল্লাহ জানান নাইক্ষ্যংছড়ির দুর্গম দৌছড়িতে বিজিবি এ ধরনের সতর্কতা মূলক কাজ করায় তিনি ইউনিয়নের পক্ষ থেকে ১১ বিজিবির মহত উদ্দ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *