চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সপ্তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশ: ২০২০-০৪-১৩ ২১:১২:১০ || আপডেট: ২০২০-০৪-১৩ ২১:১২:১৪

বাঁশখালী প্রতিনিধি : আগামীকাল ১৪এপ্রিল ১ বৈশাখ বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ(রেজিষ্টার্ড) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ,পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী ।

এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে অনাড়ম্বর কর্মসূচী পালিত হবে। প্রাকৃতিক বিশেষ পরিস্থিতি বিবেচনায় মসজিদে খতমে কোআন-দোয়া মাহফিল, কবর জেয়ারত ও গরীব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সংক্ষিপ্ত আকারে পালিত হবে। ২০১৩ সালের এইদিনে বি.এল.এফ (মুজিব বাহিনী)র অন্যতম গেরিলা কমান্ডার ৭১’র বীর সেনানী মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাত্র ৬৫ বছর বয়সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, তাঁর রেখে যাওয়া ৩ সন্তানের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব সবার বড়। পরিবারের পক্ষ হতে মরহুমের বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সালাহউদ্দীন সাকিব তাঁর পিতা মরহুম আবদুল মান্নানের আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *