চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় করোনার প্রকোপ না কমা পর্যন্ত বিনামূল্যে মুঠোফোনে চিকিৎসা দেবেন ডাক্তার এম এ মোরশেদ

প্রকাশ: ২০২০-০৪-১৩ ০১:৩১:২৭ || আপডেট: ২০২০-০৪-১৩ ০১:৩১:৩১

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া ::
করোনা ভাইরাসের প্রকোপ থাকায় ঘর থেকে অনেকেই বের হতে পারছেন না। আবহাওয়া পরিবর্তনের কারনে মানুষের জ্বর, সর্দি ও কাশি হওয়া স্বাভাবিক। তাছাড়া সড়কে গাড়ি চলাচল না থাকায় চিকিৎসকের চেম্বারে কিংবা হাসপাতালে গিয়ে সাধারণ রোগের চিকিৎসা করাতে অনেকের কষ্ট হচ্ছে। সাধারণ রোগের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে মুঠোফোনের মাধ্যমে চিকিৎসা সেবা দেবেন রাঙামাটি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ডাক্তার এম এ মোরশেদ। তিনি রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডেও দায়িত্বে রয়েছেন। বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাঁর ব্যক্তিগত মুঠোফোন নাম্বার ০১৮১৯-৩৮৬২৫৩ এ যোগাযোগ করে শুধুমাত্র শিশুরোগের চিকিৎসা পরামর্শ নিতে পারেন। যদি সুযোগ থাকে ওষুধের দোকানের কাছাকাছি থেকে ফোন করলে প্রেসক্রাইব করতে সুবিধা হবে বলে তিনি জানান। হাসপাতালে দায়িত্ব থাকায় অফিস সময়ে ফোন না করতে তিনি অনুরোধ জানান। চিকিৎসক এম এ মোরশেদ বলেন, এই সময়ে মানুষের পাশে থাকা উচিত। সারা বছর চিকিৎসা দিলাম। এই মহামারীর সময় যদি মানুষকে চিকিৎসা দিতে না পারি তাহলে ডাক্তার হওয়ার স্বার্থকতা নেই। তরুন চিকিৎসকরা এই সময়ে ভূমিকা রাখতে পারেন। নিজেকে সুরক্ষা করে দেশ ও জাতির স্বার্থে চিকিৎসা সেবা অব্যাহত রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *