চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

অনির্দিষ্ট সময়ের জন্য সাতকানিয়া অবরুদ্ধ

প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৩:৫০:১৯ || আপডেট: ২০২০-০৪-১৫ ১৩:৫০:২৪

সাতকানিয়া প্রতিনিধি :

সাতকানিয়া উপজেলাকে লকডাউন তথা অবরুদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আদেশ কার্যকর করা হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব কাঁপানো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলায় একজনের মৃত্যু ও আরো সাতজন আক্রান্ত হওয়ার পর প্রশাসন এ সিদ্ধান্ত নিল।

এর আগে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা মিলিয়ে ৪৬১ পরিবারকে লকডাউন করে রাখা হয়েছিল। সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আরো পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল আ্যন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)। 

নতুন করে আক্রান্তদের মধ্যে করোনায় মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সিরাজুল ইসলামের সংস্পর্শে থাকা লোকজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *