চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেবেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৯:৩১:৫৯ || আপডেট: ২০২০-০৪-১৫ ১৯:৩২:০৩

এম মাঈন উদ্দিন, মিরসরাই:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে এবং ১৫ রমজানে দ্বিতীয় ধাপে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,‘মিরসরাইবাসীর কল্যাণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। মিরসরাইবাসীর কর্মসংস্থানের পাশাপাশি এখন তিনি সবার জন্য খাদ্য নিশ্চিত করার কাজ করছেন। উপজেলার কোনো লোক যাতে অনাহারে না থাকেন সেজন্য আমাদের উনার ব্যক্তিগত পক্ষ থেকে মিরসরাইয়ে ৫০ লাখ টাকার খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘২ ধাপে প্রায় ১২ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হবে। যেখানে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, খেজুর, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার থাকবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং উনার ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত থাকবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। তিনি বলেন, ‘করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ও সমাজের অসহায় দুস্থদের মাঝে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এরইমধ্যে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের উদ্যোগেও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *