চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর সবজী ও মাছ বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-২০ ১৭:২৮:২৬ || আপডেট: ২০২০-০৪-২০ ১৭:২৮:৩০

প্রদীপ শীল, রাউজানঃ করোনাভাইরাস মোকাবেলায় ইউনিয়নে ইউনিয়নে বিতরণ করা হচ্ছে রাউজানের সাংসদ ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর প্রদত্ত বিভিন্ন প্রকার সবজী ও মাছ। প্রতিদিনের মতো ২০ এপ্রিল সেন্টাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় কর্মহীন জনগোষ্ঠীরর মাঝে এই সবজী ও মাছ বিতরণ উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র যুবলীগ নেতা জমির উদ্দিন পারভেজ। রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সবজি বিতরণ উদ্বোধন করা হয়। ১২টি ভ্যানে করে দক্ষিণ রাউজানের কদলপুর, বাগোয়ান, পাহাতলী ও পূর্বগুজরা ইউনিয়নে এই নানা প্রকার সবজী ও মাছ বিতরণ করা হয়। মাছ ও সবজী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, আবু ছালেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আসিফ, ছাবের হোসেন, নাছির উদ্দিনসহ অনেকেই। এসময় রাউজান পৌরসভার প্যানেল মেয়র যুবলীগ নেতা জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর অনুপ্রেরণায় কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্ত মানুষকে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। শুকনা খাদ্য দ্রব্য ও সবজি মাছও আমরা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, কোন মানুষ ঘর থেকে বাহিরে যাওয়ার দরকার নেই। ঘরে গিয়ে আমরা সব ধরনের খাদ্য সহায়তা দিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *