চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

করোনা ঝুঁকি মোকাবেলায় রাউজান লকডাউন

প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৯:১৯:৩৭ || আপডেট: ২০২০-০৪-২৩ ১৯:১৯:৪৩

প্রদীপ শীল, রাউজানঃ

চট্টগ্রামের রাউজান উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এই উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষনা করেন। উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকিবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ঝুঁকি মোকাবেলায় “সংক্রমন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক জান মালের নিরাপত্তা বিধানে রাউজানকে লকডাউন করা হয়েছে। তিনি বলেন, এক এলাকা থেকে অন্য এলাকার চলাচল সীমিত করা হবে। জারীকৃত এ আদেশ ২৩/৪/২০২০ইং বৃহস্পতিবার ৬টা থেকে কার্যকর হবে। আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *