চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চন্দ্রঘোনার ৫’শ পরিবার পেল কদমতলীবাসীর তথ্যমন্ত্রীর খাদ্য সহায়তা

প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৯:৩৪:৩৯ || আপডেট: ২০২০-০৪-২৩ ১৯:৩৪:৪৪

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ


তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত খাদ্য সহায়তা দিচ্ছেন আওয়ামী নেতৃবৃন্দ। এরঅংশ হিসেবে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৫’শ পরিবার পেল খাদ্য সহায়তা। তথ্যমন্ত্রীর পক্ষে কদমতলী এলাকাবাসীর উদ্যোগে চন্দ্রঘোনায় এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে এসব খাদ্য সহায়তা ইউনিয়নের প্রত্যকে ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ব্যতিক্রমী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হাসান সিকদার, সদস্য মোহাম্মদ অাইয়ুব, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য রেজাউল করিম মেম্বার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নারায়ণ চন্দ্র দে, তপন দে, অরুণ সেন, রাজীব মজুমদার রাজু প্রমুখ।
যুবলীগ নেতা হাসান সিকদার জানায়, তথ্যমন্ত্রীর পক্ষে কদমতলী এলাকাবাসীর উদ্যোগে চন্দ্রঘোনায় দুই দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রথম দফায় ২৬৮ পরিবার ও এবার ৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে এক সপ্তাহের চাল, ডাল, তেল, আলু, লবণ সহ খাদ্য সামগ্রী দেওয়া হয়। ইউনিয়ন ব্যাপী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শিমুল গুপ্ত’র নেতৃত্বে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *