চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

চাঁদ দেখা গেছে, মধ্যপ্রাচ্যে আজ থেকে রোজা

প্রকাশ: ২০২০-০৪-২৩ ২১:৩৩:০১ || আপডেট: ২০২০-০৪-২৩ ২১:৩৩:০৫

ফারুক খান তুহিন, বীর কন্ঠ :

আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। তাই বৃহস্পতিবার তারাবিহ পড়ে ভোর রাতে সাহরি খাবে দেশগুলোর ধর্মপ্রাণ মুসলমান।

এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। সৌদি আরবে এবারের রমজানে ঘরেই তারাবিহ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক দেশেই বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন মুসলিমগণ।

করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদে হারাম ও

মসজিদে নববিতে এ বছর তারাবির নামাজ ১০ রাকাত পড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। মক্কা ও মদিনা মসজিদের প্রধান শেখ আবদুর রহমান আস সুদাইসি জানান, সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে ওয়াক্তিয়া নামাজ, তারাবিহ ও শেষ ১০ দিন তাহাজ্জুদের জামাত চলবে। তবে এসব সিদ্ধান্ত শুধু মসজিদে হারাম ও মসজিদে নববীর ক্ষেত্রে। দেশের অন্য মসজিদে জামাতের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম উম্মিদ ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি আরব ও এর পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে রোজা শুরু হচ্ছে।

এদিকে মালয়েশিয়ায়ও আজ রাতে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা পালন শুরু হবে।

অন্যদিকে বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের সিদ্ধান্তু অনুযায়ী রোজা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *