চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে এক চটাক জায়গাও অনাবাদী থাকতে পারবেনা- ফজলে করিম এমপি

প্রকাশ: ২০২০-০৪-২৩ ২১:১৬:০০ || আপডেট: ২০২০-০৪-২৩ ২১:১৬:০৬

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানের সাংসদ রেল পথ মমন্ত্রানালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম এমপি বলেছেন, রাউজানে এক চটাক জায়গাও অনাবাদী থাকতে পারবেনা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ স্বনির্ভর দেশ হিসাবে করোনা জয় করতে হবে। তিনি ২৩ এপ্রিল বিকালে মুন্সির ঘাটা এলাকায় রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন ভিক্তিক অফিসারের সাথে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন। এসময় তিনি বলেন, কেউ জায়গা অনাবাদী রাখলে প্রয়োজনে আইনগত ভাবে খাস করে কৃষকদের দিয়ে চাষাবাদ করাবো। কৃষি অফিসারদের বলেন আপনারা নিষ্ঠার সাথে কাজ করুন আমি আপনাদের দেখবো। কেউ কৃষি জমি কাটতে পারবে না। টপ সয়েল হচ্ছে ফসলের উর্বরতা। ভাল ফলন কৃষকরা যেন পায়। সরকার কৃষি বান্ধব একটি সময়কার সরকার। যারা রাতের আধাঁরে জমি থেকে মাটি নিয়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মদ, সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিত শর্মাসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *